বরিশালের উজিরপুরে প্রতারক নারীর ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মোঃ জসিম উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ বনি আমিন (২৬) এর নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার (৩ জুলাই) বিকেল ৫টায় সাকরাল মডেল বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় এইচ এম ফয়েজের সভাপতিত্বে বক্তৃতা করেন ডি এম আল আমিন, মুজাম্মেল চৌকিদার, গ্রেফতারকৃত মশিউর রহমানের বোন খাদিজা বেগম, সবুজ ঢালী, এইচ এম সিহাব, খোকন খান, তসলিম হাওলাদার, ফিরোজসহ কয়েক শতাধিক এলাকাবাসী।
বক্তারা জানান, সাকরাল গ্রামের মোঃ মশিউর রহমান হাওলাদার ১৬ বছর পূর্বে একই এলাকার দফাদার বাড়ির ফাতিমা আক্তার সুমাকে সামাজিকভাবে বিবাহ করেন। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। তবে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে বরিশাল কোতোয়ালি থানার রুপাতলী হাউজিং এলাকার মৃত মামুন হাওলাদারের মেয়ে মারিয়া আক্তার প্রতারণার ফাঁদে ফেলে মশিউর রহমানকে বিবাহ করেন।
২০২৩ সালের ২৮ ডিসেম্বর মারিয়া আক্তার ও মশিউর রহমানের আত্মীয়স্বজনদের শালিস মিমাংসার মাধ্যমে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করে মারিয়া খোলা তালাক দেন। এর কয়েক মাসের মধ্যে প্রতারক মারিয়া আক্তার ও তার ভাই মাইনুল ইসলাম, মা মনুজা বেগম মিলিত হয়ে বিভিন্ন অজুহাতে মশিউর রহমানের পরিবারের কাছ থেকে প্রায় ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেন।
এ বিষয়ে মশিউরের ভাই মিজানুর রহমান তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। এর উত্তরে প্রতারক মারিয়া আক্তার ২৮ জুন ২০২৫ তারিখে নিজেকে অপহরণ, এসিড নিক্ষেপ এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে মা মনুজা বেগমকে বাদী করে বন্দর থানায় একটি মামলা (জিআর ৭৩/২৫) দায়ের করেন। মামলায় মশিউর রহমান, তার ভাই মিজানুর ও নিরপরাধ বনি আমিনকে আসামি করে গ্রেফতার করান।
স্থানীয়রা এই ষড়যন্ত্রপূর্ণ মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বনি আমিনের অবিলম্বে মুক্তি এবং ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে