AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩:৫৭ পিএম, ৩ আগস্ট, ২০২৫

কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশ শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।

রোববার (৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতারা।

প্রথম থেকেই সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে। রাজধানী ছাড়াও সারাদেশ থেকে আগত ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশ নিচ্ছেন এই কর্মসূচিতে।

বাস বা পিকআপ থামিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। সবার মাথায় ছিল ব্যান্ড, হাতে জাতীয় ও দলীয় পতাকা। 

এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন— ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’ ইত্যাদি।

ছাত্রদল নেতারা জানিয়েছেন, গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে এই সমাবেশের মাধ্যমে তারা নতুন রাজনৈতিক বার্তা দেশের সামনে উপস্থাপন করতে চান।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!