জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগময় বক্তব্যের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় এই কর্মসূচি।
সমাবেশের সূচনা বক্তব্যে রবিউল আউয়াল বলেন, “আমার ভাই যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছে, তা পূরণের প্রত্যয় নিয়েই আজকের সমাবেশ। আমি চাই না, আর কোনো ভাই তার ভাইকে হারাক। কোনো মায়ের বুক খালি হোক না। বাংলাদেশ মাথা উঁচু করে চলুক, স্বাধীনভাবে বাঁচুক।”
সমাবেশস্থলে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। শহীদ মিনার প্রাঙ্গণে স্থাপন করা বড় স্ক্রিনে দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের ভিডিওচিত্র।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে ২৪ দফার একটি জাতীয় ইশতেহার ঘোষণা করা হবে। এতে দেশ পরিচালনার কাঠামো, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাসনীতি, দুর্নীতিবিরোধী পরিকল্পনা—এ সব বিষয় তুলে ধরা হবে।
নেতাকর্মীদের ভাষ্য, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং শহীদদের স্বপ্ন পূরণের অঙ্গীকারের দিন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে