AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৬:১৫ পিএম, ৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫ ২০২৬ইং) অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে আগত জেলা নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত হয়েছে পুরো ভবন। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। 

রবিবার (৩ আগস্ট ) রাজধানীর মতিঝিল বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১৬৩ জন। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল্লাহ আল মাহমুদ খান, আব্দুল কুদ্দুস ও মোঃ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ রানা ও মোঃ জায়েদ হোসেন। কার্যকরী সদস্য পদে রুহুল আমিন, মাসুদ হোসেন, আলমগীর, মোঃ মিলন বিশ্বাস ও রেজাউল করিম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কার্যকরী সভাপতি মোঃ আলী আকতার, সহ-সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শওকত উর রহমান, দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আইন ও দর কষাকষি সম্পাদক আইয়ুব আলী, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক এ কে এম রায়হানুল আজিম, আইসিটি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মমিনুল ইসলাম।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, নির্বাচনকে সুষ্ঠ করত  সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন এই নির্বাচন কমিশনার। আমরা সকলে ভাই ভাই নির্বাচন শেষে আমরা সকলে আবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এতে যেই জয়ী হোক না কেন। সারা বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ আজকে ভোট প্রয়োগ করবে। সকলেই বিবেক বিবেচনা করে নেতৃত্ব বাছাই করবে বলে প্রত্যাশা করেন প্রার্থীরা।

ভোটাররা বলেন, এখানে খুবই সুশৃংখলভাবে নির্বাচন হচ্ছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। সারা বাংলাদেশ থেকে আমাদের ভাইরা আসছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। ফেডারেশনের সকল সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। 

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন মোঃ রবিউল ইসলাম। সহকারী কমিশনার ছিলেন মোঃ শাহেদ আলম ও মোঃ সোলায়মান কবির।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!