AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৭ বছর পর রংপুরে জামায়াতের বিভাগীয় জনসভা, ভোটের মাঠে নতুন বার্তার ইঙ্গিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৮ পিএম, ৪ জুলাই, ২০২৫

১৭ বছর পর রংপুরে জামায়াতের বিভাগীয় জনসভা, ভোটের মাঠে নতুন বার্তার ইঙ্গিত

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে বিভাগীয় জনসভা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের খুনিদের বিচার’ ও ‘সংস্কারপূর্বক নির্বাচন’সহ চার দফা দাবিতে আয়োজিত এই জনসভাকে ঘিরে রংপুরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

 

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে জনসভার মূল পর্ব। সকাল থেকেই বিভিন্ন জেলা-উপজেলা থেকে রিকশা, অটোরিকশা, ট্রাক ও কাভার্ডভ্যানে করে দলে দলে নেতাকর্মীরা সমবেত হন জনসভাস্থলে।

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম।

 

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মো. সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


জামায়াতের আয়োজনে জনসভা সুষ্ঠুভাবে পরিচালনায় রংপুর জিলা স্কুল মাঠে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। নারীদের জন্য পর্দাসম্পন্ন পৃথক অংশ এবং আলাদা প্রবেশপথের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো আয়োজন ব্যবস্থাপনায় কাজ করছে ১৩টি উপকমিটি।

 

জনসভা উপলক্ষে রংপুর শহরে মাইকিং, বিলবোর্ড, তোরণ, পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে প্রধান সড়কগুলো। এছাড়া জেলায় জেলায় গণসংযোগ, বড় মোটরসাইকেল র‌্যালি ও প্রচারণা চালানো হয়েছে। মাঠে প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল।


জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, এই জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, “রংপুরের এই জনসভা আমাদের জন্য নির্বাচনী টার্নিং পয়েন্ট হবে। এর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩৩টি আসনে জয়ের পথ রচনা হবে।”

 

ভোর থেকেই ব্যানার-ফেস্টুন হাতে হাজারো মানুষ সমবেত হয়েছেন। ‘১৮ বছর ধরে ফ্যাসিস্ট শাসনে গুম-খুন-জুলুমের শিকার’— এমন বার্তা সংবলিত পোস্টার নিয়ে তারা জনসভায় অংশ নিচ্ছেন।

 

জামায়াত বলছে, রংপুরের এই জনসভা নতুন রাজনৈতিক বার্তা দেবে। ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে’ জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে তারা বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের সূচনা করতে চায়।

 

জনসভায় রংপুরের বিভিন্ন রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াত নেতারা বলছেন, এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং এটি হচ্ছে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের প্রস্তুতির অংশ।

 

একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!