চট্টগ্রামের বোয়ালখালীতে একজন স্থানীয় কৃষক তার ছোট ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে ভিটেমাটি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বোয়ালখালী প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পশ্চিম গোমদন্ডী এলাকার ৭ নং ওয়ার্ডের নুরুল ইসলাম কন্ট্রাকটরের বাড়ির বাসিন্দা মোহাম্মদ হাজী নুরুল ইসলাম জানান, ২০১৪ সাল থেকে তার ছোট ভাই আবদুল হাকিম এর নেতৃত্বে আবদুস সালাম, ফেরদৌস বেগম, আবু সুফিয়ান জুয়েল, আবু তৈয়ব হৃদয়, দিদারুল আলম, রিপা আকতার ও ফরিদা বেগম তার ক্রয়কৃত ভিটেমাটি দখলের পায়তারা করে আসছে।
নুরুল ইসলাম বলেন, “আমি একজন সাধারণ কৃষক। আমার পরিবারের সদস্য সংখ্যা সাতজন, এর মধ্যে এক ছেলে ও এক মেয়ে বাকপ্রতিবন্ধী। বয়সের ভারে নানারকম শারীরিক সমস্যায় ভুগলেও শান্তিতে থাকতে দিচ্ছে না আমার ছোট ভাই ও তার সহযোগীরা।”
তিনি আরও অভিযোগ করেন, “২০১৪ সাল থেকে এখন পর্যন্ত তারা আমার বিরুদ্ধে ২৮টি মিথ্যা মামলা দায়ের করেছে। এর মধ্যে চাঁদাবাজি, আত্মসাৎ, নারী নির্যাতন, চুরি ও ডাকাতির অভিযোগসহ নানা মামলা রয়েছে। এর মধ্যে ১৪-১৫টি মামলায় আমি বেকসুর খালাস পেয়েছি। বাকি মামলাগুলোর কারণে আমি ভিটেমাটি বিক্রি করেও মামলা মোকাবিলা করতে হিমশিম খাচ্ছি।”
নুরুল ইসলাম আরও বলেন, “আবদুল হাকিম বিদেশে মানবপাচার, অবৈধ হুন্ডি ও নারী ব্যবসার সঙ্গে জড়িত এবং তার নামে-বেনামে প্রায় ১০টি পাসপোর্ট রয়েছে। সে আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং বাড়িঘর ছেড়ে চলে যেতে বলছে।”
তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আকুল আবেদন জানান।
একুশে সংবাদ/এ.জে