দেশে বিরাজমান অস্থিরতা, সহিংসতা এবং শৃঙ্খলার অভাবে উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, “শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন সবচেয়ে জরুরি হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন।”
শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, “সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ কিংবা ছাত্রনেতা সাম্য হত্যাকাণ্ড— এসব বিষয়ে তদন্ত করে এখন আর কোনো লাভ নেই। কাউকেই ফেরানো যাবে না। বরং এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনা।”
আলোচনায় মানবিক করিডর প্রসঙ্গেও কথা বলেন তিনি। বলেন, “এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার। বর্তমান সরকারের কাজ হওয়া উচিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি করা।”
তিনি বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশের মানুষ স্বস্তি পাবে এবং যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন— সেই শহিদদের আত্মাও শান্তি পাবে।”
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ফারুকের মতে, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে পদক্ষেপ নিতে হবে, তবেই দেশে স্থায়ী শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।
একুশে সংবাদ/চ.ট/এ.জে