AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, দেশটা জনগণের: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৪ পিএম, ৯ মে, ২০২৫

এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, দেশটা জনগণের: তারেক রহমান

বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়, এটি জনগণের দেশ—এমন মন্তব্য করে ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, স্বাধীনতার পর তা বাস্তবায়ন হয়নি। বিশেষ করে আওয়ামী লীগ তাদের শাসনামলে সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। ফলে দেশে প্রকৃত গণতন্ত্র উপেক্ষিত হয়েছে।”

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের প্রসঙ্গে তারেক রহমান বলেন, “যেভাবে শেখ হাসিনা পালিয়েছিলেন, সেভাবেই পালিয়ে গেলেন আবদুল হামিদ। অথচ অন্তর্বর্তী সরকার বলছে, তারা কিছুই জানে না! তাহলে তারা জানে কী?”

তিনি বলেন, “সংস্কারের নামে একদিকে স্বৈরাচারদের নিরাপদে পালানোর সুযোগ করে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানো হচ্ছে। এটা এক ধরনের পরিকল্পিত পুনর্বাসন।”

তারেক রহমান বলেন, “এই দেশ কোনো একক ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এই দেশটা জনগণের। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তাদের একত্র হয়ে ভবিষ্যতের ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

তিনি আরও বলেন, “আজ যখন ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে, তখন আমাদের হাতে নতুন করে গণতন্ত্র গড়ার সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।”

 


একুশে সংবাদ/স.ট/এ.জে

Shwapno
Link copied!