AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে জার্সি প্রদান করেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা



উজিরপুরে যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে জার্সি প্রদান করেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা

বরিশালের উজিরপুর উপজেলায় যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে স্থানীয় ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসার ও হস্তিশুন্ড ফুটবল টিমের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

এ সময় ইউএনও বলেন, “যুব সমাজকে মাদক থেকে বিরত রেখে খেলাধুলায় যুক্ত করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রশাসন সর্বদা এ ধরনের উদ্যোগের সঙ্গে আছে।”

মাদকমুক্ত সমাজ গড়তে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান জেবিন ফ্যান কোম্পানি নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছে। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হুদা ফিরোজ জানান, “উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের এ কর্মসূচি আরও টেকসই ও ফলপ্রসূ হবে।”

জার্সি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও উজিরপুর রূপায়ন সাংস্কৃতিক সংঘের ক্রীড়া সম্পাদক মো. আব্বাস আলী তালুকদার, জেবিন ফ্যান কোম্পানির প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লাহ রিপন, এবং সিনিয়র সাংবাদিক ও রূপায়ন সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!