AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩০ পিএম, ১ মে, ২০২৫

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য: তারেক রহমান

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সবার আগে বাংলাদেশ—এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য।” বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’ স্লোগানে বেলা ২টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশ। ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিস্তৃত সড়কে হাজারো শ্রমিকের উপস্থিতিতে এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মাথায় লাল টুপি ও গায়ে লাল গেঞ্জি পরে অংশগ্রহণকারী শ্রমিকদের কণ্ঠে ছিল—‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’ এবং ‘অবিলম্বে সংসদ নির্বাচন চাই’—এই দুই স্লোগানের জোর উপস্থিতি।

সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল ১২ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • অবিলম্বে অবাধ সংসদ নির্বাচন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট শাসনের’ বিচার দাবি

  • সব প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার স্থাপন

  • বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা

  • নতুন শিল্প স্থাপন ও আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী নিয়োগ

  • ট্রেড ইউনিয়নের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত

  • শ্রমিক নির্যাতন ও হত্যা বন্ধ

  • মাতৃত্বকালীন সুরক্ষা ও ছুটি নিশ্চিত

  • জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা

  • বৈষম্যহীন জাতীয় পে-স্কেল ঘোষণা

  • জরুরি পরিষেবা আইনসহ ‘সব কালাকানুন’ বাতিল

  • নিত্যপণ্যের মূল্য হ্রাস

তারেক রহমান তার বক্তব্যে বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়। আজ দেশের শ্রমিকরা ন্যায্য বেতন পায় না, ট্রেড ইউনিয়ন করতে পারে না, এমনকি জীবনের নিরাপত্তাও নেই।”

এই সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি ছিল।

 

একুশে সংবাদ //আ.ট/এ.জে

Link copied!