AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদসহ পাঁচ দফা বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করলেন মামুনুল হক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৪ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই সনদসহ পাঁচ দফা বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করলেন মামুনুল হক

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, আসন্ন জাতীয় নির্বাচনে সমান সুযোগ সৃষ্টি ও আরও কিছু দাবির ভিত্তিতে নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের আমির মাওলানা মামুনুল হক। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মামুনুল হক বলেন, “আমাদের পাঁচ দফা দাবি কেবল রাজনৈতিক সুবিধার প্রশ্ন নয়, বরং জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছতার সঙ্গে সম্পৃক্ত। আমরা চাই, দেশের মানুষ যেন নির্ভরযোগ্য ও অবাধ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বেছে নিতে পারে। এ দাবিগুলো দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করার প্রতিফলন। আশা করি সরকার এগুলো বাস্তবায়নে আন্তরিক হবে।”

বাংলাদেশ খেলাফত মজলিসের পাঁচ দফা দাবি:

১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন

২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা

৩. নির্বাচনে ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিত করা

৪. জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার দৃশ্যমান করা

৫. আসন্ন সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রবর্তন

এসব দাবি আদায়ে ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে দলটি।

প্রথম কর্মসূচি হিসেবে ১৮ সেপ্টেম্বর আসরের নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ঢাকায় বিক্ষোভ মিছিল হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা,  মাওলানা ফয়সাল আহমদ,  মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, নির্বাহী সদস্য মাওলানা ছানাউল্লাহ আমিনী প্রমুখ।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Link copied!