AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুর—৩ আসন নৌকার পালে বিজয়ের হাওয়া


Ekushey Sangbad
শ্রীপুর উপজেলা প্রতিনিধি, গাজীপুর
০৩:৫৯ পিএম, ২ জানুয়ারি, ২০২৪
গাজীপুর—৩ আসন নৌকার পালে বিজয়ের হাওয়া

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাউয়ালগর ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর—৩ আসনটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজীপুর জেলার মির্জাপুর, ভাউয়ালগর ও পিরুজালী ইউনিয়ন শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলা বাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রতিটি গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি।

 

অধ্যাপিকা রুমানা আলী টুসির বাবা প্রয়াত এমপি,গাজীপুর ৩ এর সাবেক মন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী। অধ্যাপিকা রুমানা আলী টুসি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীসহ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি নৌকায় ভোট চান এবং সকল শেণী পেশার জনগনের দোয়া চান। তিনি বলেন, আপনাদের ভালোবাসা আমার বড় পাওয়া। আমি নেতৃত্ব দিতে আসিনি, আপনাদের সেবা করতে এসেছি।

তিনি আরও বলেছেন,আমার বাবা আপনাদের ভালোবাসার মানুষ প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী আমৃত্যু আপনাদেও সেবা কেও গেছেন। তাই আপনাদের কাছে চাওয়া বাবার মতো আমাকেও আপনাদের সাথে থাকার এবং সেবা করার সুযোগ দিন। আপনাদের সমর্থনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারো নৌকা মার্কায় ভোট চান। নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। আজ নৌকার পালে হাওয়া লেগেছে, নির্বাচনে নৌকার জয় হবে। আমরা আবারও সরকার গঠন করে আপনাদের সেবা করবো। শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার মাওনা, গাজীপুর, তেলিহাটি, কাওরাইদ,বরমী,রাজাবাড়ি,প্রহলাদপুর,গোসিঙ্গা ও শ্রীপুর সহ বিভিন্ন পথসভায় নৌকার ভোট চেয়ে এ—সব কথা বলেন।

অপরদিকে টুসির ভাই গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম—সাধারন সম্পাদক আলহাজ্ব এড.জামিল হাসান দূর্জয় তিনি বলেন, বিএনপি—জামায়াত জোট সরকারের সমালোচনা করে এবং আওয়ামী লীগের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে আরও বলেন, ধানের শীষ মানেই দুর্নীতি, জঙ্গিবাদ, অর্থপাচার, এতিমের টাকা আত্মসাৎ। আর নৌকা মানেই স্বাধীনতা, সমৃদ্ধি,জনগণেরকল্যাণ,ভাগ্যবদল ওযার শুভফলআপনারা ভোগ করছেন। বাংলাদেশ এখন দুর্যোগ— দুর্ভিক্ষের দেশ নয়, উন্নয়নের রোল মডেল। আজকে কারও কাছে আমাদের হাত পেতে চলতে হয় না। গ্রামে বিদ্যুৎ ছিলোনা লোডশেডিং, রাস্তাঘাট ছিলোনা ছিনতাই— জঙ্গিবাদতো ছিলই। সব কিছু কাটিয়ে উঠেছে আওয়ামীলীগ সরকার।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেন, জঙ্গিবাদ— সন্ত্রাসবাদের স্থান বাংলাদেশে নেই । নৌকায় ভোট দিয়ে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে এবং এই উপজেলার প্রতিটি গ্রাম কে আদর্শ গ্রাম গড়ে তুলতে নৌকায় ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে রাখার আহবান জানান। এসময় আসন্ন নির্বাচনে নৌকার জন্য ভোট চান। উপস্থিত জনতাও হাত তুলে নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন ।
 

একুশে সংবাদ/এনএস

Link copied!