AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনোনয়ন পর্ব শেষে জানা যাবে আ. লীগের নির্বাচনী কৌশল: দীপু মনি


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:৫৪ পিএম, ২২ নভেম্বর, ২০২৩
মনোনয়ন পর্ব শেষে জানা যাবে আ. লীগের নির্বাচনী কৌশল: দীপু মনি

আওয়ামী লীগ জোটবদ্ধ নাকি একক নির্বাচন করবে সেটি এখনই বল যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের কদমতলা এলাকায় শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দীপু মানি বলেন, নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হলে বোঝা যাবে- আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচনে যাবে কি না। কিংবা আমাদের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন কোন দল বেশি শক্তিশালী, কোন দল কম শক্তিশালী সেটা দেখে সিদ্ধান্ত হবে। তাই নির্বাচনী কৌশল এখনই বলা যাচ্ছে না। তবে আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক।  

প্রতিটি আসনে আওয়ামী লীগের অনেক মনোনয়নপ্রত্যাশী, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী থাকে। তাই সবার মনোনয়ন চাইবার গণতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন কাকে দেয়া হবে সেটা মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে। কিন্তু চাইবার অধিকার সবার আছে।

একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আগামী দিনের সরকার পছন্দ করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকা থেকে  চাঁদপুর এসে পৌঁছালে সার্কিট হাউসে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।


একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!