AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে অনন্য দৃষ্টান্ত: বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পাস


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৪:০২ পিএম, ১৭ অক্টোবর, ২০২৫

লালপুরে অনন্য দৃষ্টান্ত: বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পাস

শিক্ষার কোনো বয়স নেই—এ কথাটির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল হান্নান ও তার মেয়ে।
আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে প্রবেশ করেন তিনি। দীর্ঘ ২৫ বছর পর, ২০২৩ সালে রুইগাড়ি হাই স্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মেয়ের সঙ্গে একসঙ্গে পাশ করেন। তখন বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়ান।

এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪.৩৩ জিপিএ এবং তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে ৩.১৭ জিপিএ পেয়ে উত্তীর্ণ হন।

হালিমা খাতুন বলেন, “পরিবারে দারিদ্র্য থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।”

বর্তমানে আব্দুল হান্নান স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে নিয়ে সংসার পরিচালনা করছেন। তার বড় ছেলে আবু হানিফ নিরব (১৩) নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলের সপ্তম শ্রেণিতে এবং ছোট ছেলে রমজান আলী (৬) প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।

আব্দুল হান্নানের এই অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি ভালোবাসা স্থানীয় সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!