সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
র্যাব-১২-এর সদর কোম্পানির একটি অভিযানিক দল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ইসলাম বিটকেল (১৯) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার মীরের দেউলমুড়া গ্রামের মোঃ বাদশা শেখের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ আগস্ট রায়গঞ্জের মীরের দেউলমুড়া গ্রামের নিজ বাড়িতে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে ধর্ষণ করেন ফরিদুল। ধর্ষণের বিষয়টি জানার পর পরেরদিন (১ সেপ্টেম্বর) ভিকটিমের মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি চলমান থাকাকালীন আসামি দীর্ঘদিন পলাতক ছিল।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/এ.জে