বিএনপি বলে আওয়ামী লীগকে ধাক্কা দিলেই পড়ে যাবে। আমি তাদের বলতে চাই, আওয়ামী লীগ এত দুর্বল দল নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগ হচ্ছে হিমালয়ের মতো শক্ত। তাকে ধাক্কা দিতে গেলে হাত ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (২৩ অক্টোবর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘আমরা দেখেছি বিএনপি এ দেশের মানুষকে কিভাবে ধোঁকা দেয়, মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে। বিএনপির ইতিহাস আমরা জানি। তারা এ দেশে শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই, রাজাকার, আলবদরের জন্ম দিয়েছে, শেখ হাসিনার ওপর গ্রেনেট হামলা করেছে। হাওয়া ভবনে বসে খালেদা জিয়া আর তারেক রহমান এসব কর্মকাণ্ড চালিয়েছে।’
তিনি বলেন, ‘ধানকোড়া ইউনিয়ন মানিকগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এখানে শিল্প নগরী গড়ে উঠেছে। আগামীতে দুইশ’ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এবং বড় প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানির কারখানা হবে। এতে অনেক মানুষের চাকরির ব্যবস্থা হবে, বেকাত্ব দূর হবে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ স্কুল-কলেজ, হাসপাতাল, রাস্তাঘাটের উন্নয়ন করেছে। বিএনপি ১০ বছরে কিছুই করেনি। তারা আবার ক্ষমতায় এলে মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাবে। দেশের উন্নয়ন থেমে যাবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সময় বিশ্বের উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বে ৫ম স্থানে রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও ভালো আছে।’
দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
সমাবেশে ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন,ধানকোড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।
একুশে সংবাদ/ডে.বা/এসএপি
আপনার মতামত লিখুন :