ঢাকা মহানগর দক্ষিনের গেন্ডারিয়া থানা এবং ৪০, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ফজলুল হক মহিলা কলেজের মাঠে এই সম্মেলনের আয়োজন করে গেন্ডারিয়া থানা আওয়ামীলীগ।
গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্লাহ মিনু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত জাহান শিপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের (এম পি)।
এই ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এম পি), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির।
আজকের সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী কাউন্সিলর সাজেদা বেগম, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, কার্য নির্বাহী সদস্য মারুফ আহমেদ মনসুর, ফরিদ উদ্দিন আহমেদ রতন, মোহাইমেন বয়ান, সিরাজুম মনির টিপু।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আসাদ উল্লাস আসাদ, ৪৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হাসান আসকারী, ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ খালেকুজ্জামান ভুলু, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন লালা, ৪৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এ্যাপোলো, ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান কাদের মিন্টু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টু, ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ শামসুজ্জোহা, সংরক্ষিত কাউন্সিলর সাথী আক্তার, লাভলী চৌধুরী।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের গেন্ডারিয়া থানা এবং ৪০, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রাফি/বাবু
আপনার মতামত লিখুন :