আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নির্বাচনে কারচুপির যে অতীত ইতিহাস সেই ইতিহাসের রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তারাই এখন নির্বাচনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে? সাম্প্রতিক সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহই হারিয়ে ফেলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সরকার এবং নির্বাচন কমিশনের ওপর দায় চাপাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান এখন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসে নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে। এখন জনগণ বুঝতে পেরেছে বলেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
রিপোর্ট - বাবু
আপনার মতামত লিখুন :