AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

 দেশে আসছে ৫ লাখ চীনা টিকা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:২০ পিএম, ১০ মে, ২০২১
 দেশে আসছে ৫ লাখ চীনা টিকা

আগামী বুধবার (১২ মে) দেশে আসছে  চীনের সিনোফার্ম উৎপাদিত ৫ লাখ সিনোভ্যাক টিকা। চীনা রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশকে চীন এই টিকা দেবে বলে জানিয়েছেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এই লক্ষ্যে ৫ লাখ সিনোফার্মের টিকা দেবে।’

ইতোমধ্যে চীনসহ বিশ্বের ৪৫টি দেশের কয়েক লাখ মানুষ সিনোফার্মের টিকা নিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ৮ মে এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। 

এদিকে এককভাবে দুটি টিকা সফলভাবে উদ্ভাবনের দাবি করেছে চীন।পশ্চিমা দেশগুলোর বাইরে একমাত্র চীনই এটি করেছে বলে জানা যায় রয়টার্সের এক প্রতিবেদনে।চীনা দুটি টিকার অন্যতম সিনোফার্মের টিকাটি।

সোমবার (১০ মে) কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


 

Link copied!