ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মাথার ভেতরে গুলি আটকে রয়েছে। নিউরোসার্জারি বিভাগে তার জরুরি অস্ত্রোপচার চলছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ডা. মোস্তাক বলেন, গুরুতর অবস্থায় হাদিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তাকে সিপিআর দেওয়ার পর রক্তচাপ কিছুটা স্থিতিশীল হয়। মাথার ভেতর গুলি থাকার পাশাপাশি কানের পাশেও গুলির আঘাত রয়েছে। অবস্থা বিবেচনায় তাকে দ্রুত নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অজ্ঞাত অস্ত্রধারীরা ওসমান হাদির ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বেলা ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেলে আনা হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তার বাম কানের পাশে একটি গুলির ক্ষত পাওয়া যায়।
বর্তমানে তার অস্ত্রোপচার চলমান এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

