AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ থেকে সারাদেশে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৪৯ এএম, ১২ ডিসেম্বর, ২০২৫

আজ থেকে সারাদেশে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি তদারকিতে মাঠপর্যায়ে কাজ শুরু করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে ভোটের দু’দিন পর পর্যন্ত তারা মোবাইল কোর্ট পরিচালনাসহ নির্বাচনী আইন প্রয়োগে দায়িত্ব পালন করবেন।

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন (ইসি) প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত জানায়। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়— জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলমান রয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার দুই দিন পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

এমতাবস্থায়, নির্ধারিত সময়ের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!