ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের তফসিল প্রকাশ করায় নির্বাচন কমিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় প্রধান উপদেষ্টা জানান, তফসিল ঘোষণা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি নতুন মাইলফলক তৈরি করেছে। তিনি বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে—নির্বাচন ও গণভোট সেই রূপান্তরকে আরও দৃঢ় ভিত্তি দেবে, জনমতের প্রতিফলন ঘটাবে এবং নতুন বাংলাদেশের কাঠামোকে স্থায়ী করবে।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন সংবিধান অনুসারে স্বাধীন, নিরপেক্ষ ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার নির্বাচন ও গণভোট নিরবচ্ছিন্নভাবে আয়োজনের জন্য কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে বলেও উল্লেখ করেন।
রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, নাগরিক সমাজ ও দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচন ও গণভোটকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে গ্রহণ করা উচিত। তিনি জানান, মতভিন্নতাকে সম্মান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দায়িত্বশীল আচরণ—সম্মিলিতভাবে দেশকে স্থিতিশীল ও এগিয়ে নেওয়ার পথ প্রশস্ত করবে।
প্রধান উপদেষ্টা আরও লিখেন, বাংলাদেশ একটি নতুন ভবিষ্যতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্ববোধের মধ্য দিয়ে ন্যায়ভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ঘোষণা করেন—আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ৩০০ আসনে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

