গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাদির মাথায় গুলির ক্ষত রয়েছে। বুকে ও পায়ের দিকেও আঘাত পাওয়া গেছে। প্রাথমিক ধারণা, পায়ের আঘাতটি তিনি রিকশা থেকে পড়ে যাওয়ার সময় পেয়ে থাকতে পারেন। ঢামেকে জরুরি ভিত্তিতে এক দফা অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। এরপর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিচালক আরও বলেন, শুরুতে পরিবারের পক্ষ থেকে সিএমএইচে নেওয়ার কথা বলা হলেও পরে তারা এভারকেয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এভারকেয়ার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা রোগী গ্রহণের প্রস্তুতি জানিয়েছে।
এদিকে হাদির ওপর হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর পল্টন এলাকায় সশস্ত্র হামলা নৃশংসতার পরিচয় বহন করে। তিনি দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার আহ্বান জানান।
তারেক রহমান দলীয় নেতাকর্মী ও বিশেষ করে ছাত্রদলকে অনুরোধ করেন— যাতে আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয় এবং হামলাকারীদের খুঁজে বের করতে সহজ হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

