AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লটারিতে দেশের ৬৪ জেলার এসপি রদবদল করলো সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৪ পিএম, ২৬ নভেম্বর, ২০২৫

লটারিতে দেশের ৬৪ জেলার এসপি রদবদল করলো সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) রদবদল করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে ম্যানুয়াল লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়—অতীতে কোনো জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়।এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ফিট লিস্ট প্রস্তুত করা হয়।সেই তালিকার মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জেলায় ৬৪ জন এসপিকে চূড়ান্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সূত্র অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের পরিকল্পনা করা হয়। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুসারে যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির কাছে পাঠানো হয় এবং জেলাওয়ারি পদায়নে লটারির পদ্ধতি অনুসরণ করা হয়।

এ কারণেই সম্প্রতি ৬ জেলায় নতুন নিয়োগ পাওয়া এসপিদের যোগদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই ধারাবাহিকতায় বুধবার লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি নির্বাচন ও রদবদল সম্পন্ন করা হলো।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!