বোয়ালখালী উপজেলা সদরস্থ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ ২৬ নভেম্বর, বুধবার উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর মেলা উদ্বোধন করা হবে। অথচ এই স্কুলেই সকাল–বিকাল চলছে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষা। বিদ্যালয়ের বাউন্ডারির ভেতর পরীক্ষার সময়, পাশের মাঠে চলছে মেলার ব্যাপক প্রস্তুতি—এ নিয়ে অনেক অভিভাবক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী ৬ নভেম্বর থেকে ভোকেশনাল বোর্ড পরীক্ষা এবং ২০ নভেম্বর থেকে স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। আগামীকাল ২৭ নভেম্বর বৃহস্পতিবার শুরু হবে এসএসসি টেস্ট পরীক্ষা। সব মিলিয়ে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মাঝে আজ বুধবার থেকেই শুরু হচ্ছে মেলা। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও মেলায় ভিড় করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের মাইক বা সাউন্ড ব্যবহারের কারণে পরীক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নিয়েও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মোছাম্মৎ রেহেনা আক্তার ও মোঃ রফিক নামের দুই অভিভাবক মেলার স্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমাদের সন্তানদের বছরের পর বছরের পরিশ্রমের ফসল এই পরীক্ষা। কিন্তু পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ভেতরে এমন মেলা আয়োজন অত্যন্ত অবিবেচক সিদ্ধান্ত। এর কারণে শিক্ষার্থীদের পরীক্ষায় কোনো ব্যাঘাত ঘটলে তার দায় স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে।”
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. খসরু পারভেজ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি সম্পদ কর্মকর্তা মৌখিকভাবে অনুমতি নিয়েছেন। তিনি জানান, মেলার আয়োজকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় এবং মাঠে আলোচনা সভা বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা না হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুমন তালুকদার বলেন, “শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে দুপুরের গ্যাপ সময়ে আমাদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের অসুবিধা হওয়ার কথা নয়।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

