রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (সাবেক পিজি হাসপাতালে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তাদের ৭টি ইউনিটের দ্রুত তৎপরতায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ করে শাহবাগ ফুটওভার ব্রিজের পাশের ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই আগুন সোয়া পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে এবং এতে ১,৫০০টিরও বেশি ঘরবাড়ি পুড়ে যায়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

