AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিসেম্বরেই চালু হতে পারে ঢাকা–করাচির মধ্যে সরাসরি ফ্লাইট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১০ এএম, ২৬ নভেম্বর, ২০২৫

ডিসেম্বরেই চালু হতে পারে ঢাকা–করাচির মধ্যে সরাসরি ফ্লাইট

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শিগগিরই চালু হতে যাচ্ছে। আগামী ডিসেম্বর থেকেই ঢাকা–করাচি রুটে ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান।

বুধবার (২৬ নভেম্বর) পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হাইকমিশনার জানান, ইরানের মহান এয়ার দুই দেশের মধ্যে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে এবং আকাশপথে যোগাযোগও সহজ হবে।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) এক অনুষ্ঠানে তিনি বলেন, দুই দেশের ভিসা প্রক্রিয়া এখন আগের চেয়ে সহজ করা হয়েছে। এলসিসিআই ও বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা প্রদান করা হচ্ছে এবং সদস্যদের তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হবে। এর ফলে ব্যবসায়িক ও সাধারণ ভ্রমণ আরও সহজ হবে।

বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে ইকবাল হোসেন খান বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে, আর বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতেও দুই দেশের মধ্যে সহযোগিতার বিপুল সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহন সেবাও চালু করা হবে।

বাণিজ্যের পাশাপাশি শিক্ষা খাতেও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে হাইকমিশনার জানান, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে। এতে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশ নেবেন। তাদের লক্ষ্য হবে—বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!