রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গৃহহীন হয়ে পড়া মানুষের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে—এটি আমাদের সবার জন্যই অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত জোরদার করার নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং বহু ঘরবাড়ি পুড়ে যায়, ফলে অসংখ্য পরিবার রাতে গৃহহীন হয়ে পড়ে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

