AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামী ৫ বছরে মামলার জট ৫০ শতাংশ কমবে : আইন উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৯ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

আগামী ৫ বছরে মামলার জট ৫০ শতাংশ কমবে : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, চলমান বিচার ও আইন সংস্কারের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মামলার জট ৫০ শতাংশ কমে আসবে। এর মধ্যে এক-তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হবে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা জানান, শুধু আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিচার বিভাগে যেসব সংস্কার নেওয়া হয়েছে, তা মামলার বোঝা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “সংস্কার অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে যেন রাষ্ট্রের কাঠামো দুর্বল না হয়ে পড়ে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।”

রাতারাতি সংস্কার সম্ভব নয় জানিয়ে আসিফ নজরুল বলেন, “সংস্কার মানেই আইনের পরিবর্তন। এটি ধীরে ধীরে, সময় নিয়ে করতে হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!