AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৪ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: নৌবাহিনী প্রধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা করবে, ইনশাআল্লাহ।”

সোমবার (২৪ নভেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৌবাহিনী প্রধান জানান, দেশের অভ্যন্তরীণ দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন ধরে সফলভাবে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত নৌবাহিনীর প্রায় ৭,৫০০ সদস্য ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে শান্তিরক্ষায় কাজ করেছেন।
এ সময় তিনি জানান, শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত নৌবাহিনীর চারজন সদস্য শাহাদাতবরণ করেছেন।

বি-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা সর্বোচ্চ সাফল্যের জন্য ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন মো. মারুফ হাসান মুন্না (কমখুল পদক) এবং তৃতীয় হন মো. হাসান আলী (‘শের-ই-বাংলা পদক’ প্রাপ্ত)।

২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৪১৭ জন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নবীন নাবিক ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!