ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হিসেবে চিহ্নিত হবে, যার মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃসূচনা পাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
শনিবার ( ২২ নভেম্বর ) সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন। ইসি সানাউল্লাহ জানান, বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার প্রতিরোধ করা এক বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।
তিনি আরও বলেন, রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। ইসি সানাউল্লাহের মতে, এই পর্যবেক্ষকরাও একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে আগ্রহী।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

