ফরিদপুরের চরভদ্রাসন থানার এম.কে. ডাঙ্গী গ্রামে গরিব ও অসহায় গর্ভবতী মায়েদের হাসপাতাল পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করেছেন ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল। স্থানীয়দের সুবিধার্থে এমকে ডাঙ্গী মাদ্রাসা ও ম্যাজিস্ট্রেট বাড়ি মসজিদের দেওয়ালে এই উদ্যোগের ঘোষণা লেখা হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, ডেলিভারি-জনিত জরুরি পরিস্থিতিতে হাসপাতালে যেতে সমস্যায় পড়া গরিব গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে গাড়ি সেবা প্রদান করা হবে। আপাতত একটি গাড়ি দিয়ে সেবা শুরু করা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য চালকের মোবাইল নম্বর ০১৭৩২–৭৮৪০২৫ প্রকাশ করা হয়েছে। চরভদ্রাসন উপজেলা হাসপাতালের পাশাপাশি প্রয়োজনে ফরিদপুর সদর হাসপাতালে রোগী নেওয়ার ব্যবস্থাও থাকবে।
মুফতি রায়হান জামিল বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গরিবদের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত অর্থায়নে এই সেবা চালু করেছি। ভবিষ্যতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি গ্রামে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সামর্থ্য থাকা পর্যন্ত কার্যক্রম চলবে।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রেফায়েদুল ইসলাম সাজু বলেন, “গ্রামীণ এলাকায় পরিবহন সংকটের কারণে অনেক সময় গর্ভবতী নারীরা ঝুঁকিতে পড়েন। এমন বিনামূল্যের গাড়ি সেবা তাদের জন্য আশীর্বাদ। যদিও এখনো কেউ সেবা নেননি, তবে আগ্রহ দেখা গেছে।”
উল্লেখ্য, এর আগে মুফতি রায়হান জামিল নিম্নলিখিত মানবিক ও নির্বাচনী উদ্যোগেও আলোচনায় আসেন—১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ বিতরণ, ৩০ নভেম্বর ১ টাকায় গরুর মাংস বিতরণ, ১১ জুলাই ২ টাকায় কেজিতে চাল বিতরণ, নির্বাচনী গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল আয়োজন, গভীর রাতে চাল–ডাল কাঁধে নিয়ে দরিদ্রদের দ্বারে পৌঁছানো ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

