AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশৃঙ্খলাকারীদের দিকে গুলি চালানোর নির্দেশ ডিএমপি কমিশনারের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৪ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

বিশৃঙ্খলাকারীদের দিকে গুলি চালানোর নির্দেশ ডিএমপি কমিশনারের

যানবাহনে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপের মতো নাশকতামূলক পরিস্থিতিতে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপ-কমিশনারসহ তিন কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি— কেউ বাসে আগুন দিলে, ককটেল ছুড়ে জীবননাশের চেষ্টা করলে তাকে গুলি করতে। আইনেই এ কথা বলা আছে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া বা জানমালের ক্ষতি করার চেষ্টা হলে পুলিশ বসে থাকতে পারে না।”

এর আগেও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ একই ধরনের নির্দেশনা দেন, যা নিয়ে দেশের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এদিকে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুরুত্বপূর্ণ এই রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামীপন্থি বিভিন্ন সংগঠন সহিংসতা ঘটানোর চেষ্টা করতে পারে— এমন আশঙ্কা থেকেই ডিএমপি কমিশনার এমন নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!