AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১১৩৯


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৫ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১১৩৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে—বরিশাল বিভাগে ১৮১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৬ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন ভর্তি হয়েছেন।

এ সময়ে সারাদেশে ১,১৯৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮১ হাজার ৪৪২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৯৯৭ জনে। একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু ৩৩৬ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে সারাদেশে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মোট মৃত্যু ছিল ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!