নির্বাচন কমিশন (ইসি) মাঠ পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে। এই কর্মকর্তারা উপজেলা পর্যায়ে কর্মরত ছিলেন।
শনিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুইজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট নেওয়ার পরিকল্পনা করছে। এজন্য মাঠ দপ্তরগুলোতে ইতোমধ্যেই বদলি কার্যক্রম শুরু করা হয়েছে। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

