AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর সমাবেশ অনুষ্ঠিত



পার্বতীপুরে নূরুল হুদা বাবুর সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবুর উদ্যোগে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় আয়োজিত সমাবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবুর বড় ভাই ও শিক্ষক সামসুদ্দোহা দুলু।

সমাবেশে নূরুল হুদা বাবু বলেন, পার্বতীপুর–ফুলবাড়ী অঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হলে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলে শিল্প-কারখানা স্থাপন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্রকে সুসংহত করা হবে।

সমাবেশে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!