AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্মারকলিপি দিতে যমুনায় ৮ ইসলামি দলের প্রতিনিধিরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২০ পিএম, ৬ নভেম্বর, ২০২৫

স্মারকলিপি দিতে যমুনায়  ৮ ইসলামি দলের প্রতিনিধিরা

জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে যমুনায় পৌঁছেছেন আটটি ইসলামি দলের শীর্ষ নেতারা।

প্রতিনিধিদলে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাগপা সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বিডিপি সেক্রেটারি মুহা. নিজামুল হকসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা।

সকাল থেকে মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন মোড়ে সমাবেশ ও মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা পুরানা পল্টনে জড়ো হন। বেলা ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু হয়।

পদযাত্রা চলাকালীন পুলিশ মৎস্য ভবনের সামনে আটকে দেয় নেতাদের। শাহবাগ, কাকরাইল, পল্টনসহ প্রধান উপদেষ্টার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে জনসমাগম শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়।

আট দলের দাবিসমূহ হলো:জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা,অবাধ,  সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,‘ফ্যাসিস্ট’ সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

জামায়াত ছাড়া অন্য সাত দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বিডিপি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!