নির্বাচন কমিশন (ইসি) সদ্য নিবন্ধিত তিনটি রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক বরাদ্দ দিয়েছে। দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
মঙ্গলবার (৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় কমিশন।
ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (পিও নং ১৫৫)–এর পরিচ্ছেদ ৬(এ) অনুযায়ী দলগুলো নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তাদের প্রার্থিত প্রতীকসমূহ যাচাই–বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া, দলগুলোর নিবন্ধন বিষয়ে যদি কারও আপত্তি থাকে, তবে প্রয়োজনীয় দলিল–প্রমাণসহ কারণ উল্লেখ করে ১২ নভেম্বরের মধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

