AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ জিতেও যে কারণে মোদির বাসভবনে গেলেন না ফাইনালের সেরা শেফালি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪২ পিএম, ৫ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপ জিতেও যে কারণে মোদির বাসভবনে গেলেন না ফাইনালের সেরা শেফালি

নরেন্দ্র মোদির সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে হরমনপ্রীত কৌর (বাঁ দিকে) ও স্মৃতি মন্ধানা।

নিজ দেশের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতের নারী দল। দেশাটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন। বুধবার সন্ধ্যায় মোদির বাসভবনে গিয়েছিলেন হরমনপ্রীত কৌরেরা। তবে দলের সঙ্গে যাননি ফাইনালের সেরা খেলোয়ার শেফালি বর্মা।

মোদির বাসভবনে দলের সাথে কেন যাননি শেফালি? না, কোনও ব্যক্তিগত কারণে নয়, খেলার স্বার্থেই যাননি শেফালি। নাগাল্যান্ডে আন্তঃআঞ্চলিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের অধিনায়ক তিনি। প্রতিকা রাওয়াল চোট পাওয়ার পর এই প্রতিযোগিতা ছেড়েই বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন শেফালি। বিশ্বকাপ শেষে আবার নাগাল্যান্ডে চলে গিয়েছেন তিনি। তবে দলের সদস্যরা শেফালির কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন।

বিশ্বকাপের ফাইনালে ৮৭ রান করেছেন শেফালি। নিয়েছেন দুই উইকেট। ফাইনালের সেরাও হয়েছেন তিনি। ভারতের বিশ্বকাপ জেতার নেপথ্যে শেফালির এই অবদান মোদীর সামনে তুলে ধরেছেন হরমনপ্রীতেরা।

মুম্বাই থেকে বিশেষ চার্টার বিমানে দিল্লিতে পৌঁছোন ভারতের নারী ক্রিকেটারো। সেখানে তাজ প্যালেস হোটেলে ওঠেন তারা। হোটেলের কর্মীরা বিশেষ কেকের ব্যবস্থা করেছিলেন। ঢোলের তালে নাচতে দেখা যায় জেমাইমা রদ্রিগেজ, রাধা যাদব, স্নেহ রানাদের।

হোটেল থেকে বাসে চেপে প্রধানমন্ত্রীর বাসভবনে যান বিশ্বকাপ জয়ী, কোচসহ স্টাফেরা। সবার পরনে সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো ব্লেজার রয়েছে। গত বছর ভারতের পুরুষদের দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁদের পরনে ছিল ভারতের জার্সি। তবে হরমনপ্রীতেরা জার্সির বদলে ফরম্যাল পোশাকে গিয়েছেন।

মোদির বাসভবনে বেশ কিছুক্ষণ ছিলেন হরমনপ্রীতেরা। তার হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন। সকল ক্রিকেটারের সই করা একটি জার্সিও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন হরমনপ্রীত।

উল্লেখ্য, ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপ ফাইনালে অহমদাবাদের মাঠে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু নারীদের বিশ্বকাপের ফাইনালে যাননি তিনি।

বিশ্বকাপ জেতার পরেও এখনও নিজেদের বাড়িতে ফিরতে পারেননি ক্রিকেটারেরা। মুম্বাই থেকে দিল্লি গিয়েছেন সবাই। বুধবার নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পরেও হোটেলেই থাকবেন তারা। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন। তার পরেই নিজের নিজের বাড়ি ফিরবেন হরমনপ্রীত, মন্ধানারা।
সূত্র : আনন্দ বাজার

একুশে সংবাদ/এসআর
 

Link copied!