ভারতের জনপ্রিয় টিভি সিরিজ ‘বিগ বস’-এর কাশ্মীরি প্রতিযোগী ফারহানা ভাটকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করেছিলেন রোশন গ্যারি। তিনি সম্পর্কে আর এক প্রতিযোগী অমাল মলিকের চাচি। এবার পাল্টা দিল ফরহানার সহযোগী দল। রোশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
রোশন গ্যারি বলিউডে ‘ট্যালেন্ট ম্যানেজার’ হিসাবেও পরিচিত। তাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের নিয়ে মন্তব্য করতে বলা হয়। ফরহানার প্রসঙ্গ আসতেই রোশন বলেন, ‘ও হচ্ছে শয়তান! সন্ত্রাসবাদীও বলা যেতে পারে। এটা বলতে চাইনি। কিন্তু এমন কিছু লোক তো রয়েছে, যারা মানুষকে খুন করে তার রক্তপান করার পরেও হাসতে থাকে। ও হচ্ছে তেমনই।’
এই মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে অমালের চাচিকে। এই দাবি করা হয়েছে ফরহানার সহযোগী দলের পক্ষ থেকে। আইনি নোটিশও পাঠানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও মুছে ফেলার কথাও বলা হয়েছে ওই নোটিশে। একইসঙ্গে প্রকাশ্যে রোশনকে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে। ফরহানার ভাবমুর্তি নষ্ট করার জন্য ১ কোটি টাকার ক্ষতিপুরণও চাওয়া হয়েছে।
আইনি নোটিশ মহারাষ্ট্রের মহিলা কমিশনেও পাঠানো হয়েছে। ফরহানার পরিবারের দাবি, তারা নিজেদের সম্মান রেখে এই বাজে মন্তব্যের জবাব দিয়েছেন। ফরহানার অনুরাগীদের কাছেও তাদের দাবি, তারা যেন সীমা অতিক্রম করে কোনও মন্তব্য না করেন।
ফরহানা ভাট শান্তিকর্মী হিসাবে পরিচিত। নিজের রক্ষণশীল পরিবারের বেড়াজাল ভেঙে অভিনয়জগতে এসেছেন। এর আগেও তার সহযোগী দলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, একটা কথা স্পষ্ট করে দেই। নিজের দেশের জন্য ফরহানা খুবই গর্বিত। প্রতিটি জায়গায় সে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছে। একজন দেশপ্রেমি নারীকে নিয়ে এই মন্তব্য খুবই অসম্মানজনক। আমরা চাই, ফরহানার সঙ্গে সকলে থাকুন। ও একই সঙ্গে শক্তি, শান্তি ও সাহসের প্রতিনিধিত্ব করতে জানে। এই ঘৃণার বিরুদ্ধে চলুন সকলে এক হই।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

