নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কোনো দাবি বা আপত্তি না এলে দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, “১৪৩টি আবেদন যাচাই-বাছাই শেষে মাঠপর্যায়ের তদন্তে তিনটি দল নিবন্ধনের জন্য যোগ্য বলে প্রমাণিত হয়েছে। এগুলো হলো— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।”
তিনি জানান, দলগুলোর বিষয়ে জনমত ও আপত্তি জানাতে আগামীকাল একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মতামত জানানোর সময়সীমা ১২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় শেষে প্রাপ্ত তথ্য যাচাই করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
ইসি সচিব আরও জানান, প্রাথমিকভাবে বিবেচনায় আসলেও রাজনৈতিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা না থাকায় জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (শাহজাহান সীরাজ) এবং জাতীয় লীগ– এই তিন দলের নিবন্ধন প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
এ ছাড়া সঠিকতা যাচাইয়ে ব্যর্থ হওয়ায় আম জনতার দল, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাষানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতার পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি– এই আটটি দলকেও বাদ দেওয়া হয়েছে।
রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, “দুইটি ন্যূনতম শর্তের যেকোনো একটি পূরণ করলেই দল নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হবে। শর্ত দুটি হলো— অন্তত ১০০টি উপজেলা বা মহানগরে কার্যকর কমিটি থাকতে হবে, অথবা ২২টি জেলায় সক্রিয় কার্যালয় ও সদস্য থাকতে হবে।”
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সামান্য ঘাটতি থাকা দলগুলোকেও ‘সহনশীলভাবে’ বিবেচনায় নেওয়া হয়েছে।
জনমত গ্রহণের পরবর্তী ধাপ সম্পর্কে আখতার আহমেদ বলেন, “১২ নভেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। যদি কোনো জটিলতা না থাকে, তবে ১৪ বা ১৫ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত নিবন্ধন ও গেজেট প্রকাশ করা সম্ভব হবে।”
প্রতীক বরাদ্দের বিষয়ে তিনি জানান, তিনটি দলই প্রতীকের জন্য আবেদন করেছে। এর মধ্যে একটি দল প্রতীক পরিবর্তনের অনুরোধ জানিয়েছে, যা বর্তমানে কমিশনের যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।
একুশে সংবাদ/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
