কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেহ তল্লাশী করে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাগরী ইউনিয়নের উলুখোলা ব্রিজ সংলগ্ন সেনপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ উপজেলার নাগরী ইউনিয়নের মিরারটেক বরাইতলা এলাকার নজরুল ইসলামের ছেলে রায়হান ইসলাম শান্ত (২০), গলান দক্ষিণপাড়া এলাকার মৃত সোলায়মান মিয়ার ছেলে ইফরান মিয়া (২১) এবং ঢাকার উত্তরখান থানার চামুরখান আমতলা এলাকার ওহাব আলী মোল্লার ছেলে রতন মোল্লা (৪৫)কে ইয়াবাসহ গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রথম দফায় রায়হান ও ইফরানকে ১১ পিস এবং পরে পৃথক অভিযানে রতনের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

