সমাজসেবায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র বিমোচন এবং সুদিন আনার লক্ষ্যে সংশ্লিষ্টদের জন্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫নভেম্বর) জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শহর সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (রামগঞ্জ) আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (রায়পুর) মাজহারুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে পল্লী সমাজসেবা আরএসএস কার্যক্রমের প্রেক্ষাপট ও ক্রমবিকাশ, সামাজিক সচেতনতা ও দারিদ্র বিমোচনে ভূমিকা, গ্রাম নির্বাচন, গ্রাম জরীপ, ২২ কলামের অডিট প্রতিবেদন প্রস্তত, সংরক্ষণ ও হালনাগাদকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণে ইউনিয়ন সমাজকর্মীসহ সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

