মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা বুধবার শুরু হয়েছে। উৎসবের সূচনা হয় রাখাল নৃত্যের মধ্য দিয়ে। শিশু শিল্পীরা রাখাল নৃত্য পরিবেশন করেন, আর ভক্তরা তাদেরকে বাতাসা ও টাকা দিয়ে উৎসাহিত করেন।
উৎসব উপলক্ষে শ্রীকৃষ্ণ ও রাধার লীলাকে ঘিরে ঢাক-ঢোল, খোল-করতাল ও শঙ্খের ধ্বনি পরিবেশে পুরো কমলগঞ্জ মণিপুরীপাড়া সাজানো হয়েছে। রাত ১১টায় মাধবপুর জোড়া মণ্ডপে শুরু হবে রাসের মূল প্রাণ মহারাসলীলা, যা পরের দিন ভোর পর্যন্ত চলবে।
মাধবপুর জোড়া মণ্ডপে এবারের মহারাসলীলা ১৮৩তম বার অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে আদমপুরে মণিপুরী মৈতেই সম্প্রদায়ের উদ্যোগে ৪০তম রাসোৎসব আয়োজন করা হচ্ছে।
মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, “মাধবপুর জোড়া মণ্ডপে ১৮৩তম মহারাসলীলা উপলক্ষে বিকাল সাড়ে তিনটায় শুভেচ্ছা বিনিময় ও প্রদীপ প্রজ্বালনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন।”
উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাদা কাগজের নকশা ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহারাসলীলা কমলগঞ্জে মণিপুরী সংস্কৃতির এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

