AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গঙ্গা স্নানে চা-শ্রমিকদের কাত্যায়নী পূজা


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৪:২০ পিএম, ৫ নভেম্বর, ২০২৫

গঙ্গা স্নানে চা-শ্রমিকদের কাত্যায়নী পূজা

কাত্যায়নী পূজা উপলক্ষে কমলগঞ্জের মাধবপুর চা-বাগানের সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে পুরো কার্তিক মাস ব্রত পালন শেষে মঙ্গলবার রাত থেকে বাগানের বিভিন্ন মন্দিরে হরিনাম কীর্তন শুরু হয়।

বুধবার (৫ নভেম্বর) ভোর রাত থেকেই হাজার হাজার ভক্ত গঙ্গা স্নান ও পূজা-অর্চনা করতে হীরামতি এলাকার ধলাই নদীর তীরে সমবেত হন। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গা স্নান ও পূজার্চনা চলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত।

নদীর ঘাটে স্নান করতে আসা পূজারীদের মধ্যে প্রসাদ হিসাবে খিচুড়ি বিতরণ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষজন।

গঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী লক্ষীনারায়ণ করি (দাদু), সহ-সভাপতি পার্থ কাহার, প্রতাপ ভর ও সাধারণ সম্পাদক শ্রী রাজু কৈরী বলেন, “ভগবত পুরাণ গ্রন্থের দশম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ে কাত্যায়নী ব্রতের উল্লেখ আছে। এই কাহিনী অনুযায়ী ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিপরূপে কামনা করে সমগ্র মাঘ মাস জুড়ে এই ব্রত পালন করেন। এই এক মাস তারা মশলা-বিহীন খিচুড়ি ও সিদ্ধজাত খাবার খেতেন এবং সকালে ধলাই নদীতে স্নান করে নদীর তীরে মাটির কাত্যায়নী মূর্তি গড়ে দেবীর পূজা করতেন। এরপর নদীতে স্নান করে ভক্তরা বাড়ি ফিরে যেতেন। মনোমতো স্বামী প্রার্থনায় গত এক মাস ব্যাপী উপবাস করে কাত্যায়নী ব্রত পালন করা হয়। এক মাস ধরে তাকে চন্দন, ধূপ, দীপ ইত্যাদি দিয়ে পূজা করা হয়।”

ভোর থেকেই স্নান করে ভিজা কাপড়ে খোদিত কাত্যায়নীর মূর্তির সামনে চন্দন, দীপ, ফল, পান, নবপত্র, মালা ও ধূপ দিয়ে পূজা করেন হাজার হাজার চা-শ্রমিক ভক্ত। পরে উপস্থিত সকল ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!