আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনা ও নৌবাহিনীর মোট ৯২ হাজার ৫০০ সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য থাকবেন প্রায় ৯০ হাজার, আর নৌবাহিনীর সদস্য থাকবেন ২ হাজার ৫০০ জন। প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর একটি করে কোম্পানি মোতায়েন করা হবে।
বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, বৈঠকে নির্বাচনের আগে ও পরের ৭২ ঘণ্টাকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সেনা–নৌবাহিনীর প্রস্তুতি, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উপায় এবং দ্রুত সমন্বয় নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

