আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি বড় শক্তির তৎপরতা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য সুসংগঠিত প্রচেষ্টা চলতে পারে, তবে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সরকার নির্বাচন সম্পন্ন করবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বার্তা তুলে ধরেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন— “নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, সুপরিকল্পিত আক্রমণ বা অপচেষ্টা দেখা দিতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং, তবে যত ঝড়ঝাপ্টাই আসুক, আমাদের তা অতিক্রম করতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। “এআই-নির্ভর ছবি বা ভিডিও বানিয়ে গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে। একটি অপপ্রচার শুরু হওয়া মাত্রই সেটি প্রতিহত করতে হবে, যেন তা ছড়িয়ে না পড়ে,”—বলেন শফিকুল আলম।
অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য জনগণের কাছে পৌঁছাতে হবে। ভোটারদের জানাতে হবে— ভোটকেন্দ্রে কীভাবে ভোট দিতে হবে, নিয়মকানুন কী, এবং কোনো বিশৃঙ্খলা হলে কোথায় যোগাযোগ করতে হবে।”
প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বেশি সংখ্যক জনসচেতনতামূলক টিভিসি, ভিডিও ও ডকুমেন্টারি তৈরি করে তা দ্রুত ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রকাশ করতে। জনগণ যেন সহজেই নির্বাচন সংক্রান্ত তথ্য জানতে ও প্রস্তুতি নিতে পারে—এটাই তাঁর মূল উদ্দেশ্য বলে জানান প্রেস সচিব।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

