জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই একটি গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে দ্রুতই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শুরু করা উচিত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ।
তিনি বলেন, “জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে জনগণের সরাসরি মতামতের সঙ্গে যুক্ত করতে গণভোট আয়োজন জরুরি।”
এর আগে সকালে কমিশন ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশপত্র’ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

