ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি রবি দাস (৪৫), মলাইশ গ্রামের মৃত রাজ মোহন রবি দাসের ছেলে।
ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, “৩০ লিটার চোলাই মদসহ রবি দাসকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে