ভারতের সঙ্গে একাধিক চুক্তি বাতিলের গুঞ্জনকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, “ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়—এমনকি বেশিরভাগ চুক্তির অস্তিত্বই নেই।”
গত ১৯ অক্টোবর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে ভারতের সঙ্গে ‘বাতিল হওয়া’ কিছু চুক্তির তালিকা প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়েছিল, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তবে এ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “ফেনি নদীর পানি বণ্টন নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তিই নেই। উপদেষ্টা হয়তো কারও পোস্ট শেয়ার করেছেন—না করলেও পারতেন। আসলে তালিকায় উল্লেখ করা অধিকাংশ চুক্তি বাস্তবেই নেই।”
তিনি আরও জানান, “এ পর্যন্ত কেবল একটি চুক্তি বাতিল করা হয়েছে—ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি। আদানি বিদ্যুৎচুক্তি এবং মিরসরাই ও মোংলা অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে পর্যালোচনা চলছে।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ সরকার কাউকেই বিদেশি কোনো যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি দেয়নি।”
প্রধান উপদেষ্টার কাছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পাঠানো চিঠি প্রসঙ্গে তিনি আরও মন্তব্য করেন, “প্রত্যেকেরই নিজের দায়িত্বের জায়গা আছে। সরকার সিদ্ধান্ত নেয় গভীরভাবে পর্যালোচনা করেই।”
একুশে সংবাদ/এ.জে